বৃহত্তর চট্টগ্রাম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবী এবং চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের সময়, অর্থ এবং দ্রত সেবা গ্রহণকে ত্বরান্বিত করার জন্য ১৫ মে ১৯৯৫ সালে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম” নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং ১লা জুলাই ১৯৯৫ সাল থেকে এর কার্যক্রম শুরু করে। উল্লেখ্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হওয়ার পূর্বে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সেবা গ্রহীতাগণ কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সেবা গ্রহণ করতেন।
চট্টগ্রাম অঞ্চলের ১৩,২৯৫ বর্গ কিলোমিটার পার্বত্য এলাকাসহ সর্বমোট ২১,৫৩১ বর্গ কিলোমিটার ভৌগলিক এলাকার ১২৪ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯৬১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৫ টি মহাবিদ্যালয় নিয়ে সর্বমোট ১২৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করে আসছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। প্রথমদিখে একটি ভাড়া বাড়ীতে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে ২,০০,০০০০০/- মূল্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে মুরাদপুর এলাকায় ৩.৪ একর জমি ক্রয় করে। বর্তমানে নিজস্ব জমিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কার্যক্রমও চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS